Our Success

Our Success
5 students of the institution have become financially self-reliant by working in different places.A child is 90% used to normal life. Studying in primary school.Every child here has seen a drastic change in behavior. 90% of their behavioral past problems are gone.60% of children have language development.
উক্ত প্রতিষ্ঠানের ৫জন শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। একজন শিশু ৯০% স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে গেছে। প্রাইমারি স্কুলে পড়াশুনা করছে। এখানকার প্রতিটি শিশুর আচরণে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তাদের আচরণ গত সমস্যার ৯০% সমস্যা দুর হয়ে গেছে। ৬০% শিশুর ভাষার বিকাশ ঘটেছে।
( আমাদের সফলতা )
Our Success & Achievement
- Due to the tireless work, discipline and motherly kindness of the concerned people of this institution, the children with brain development problems studying here have already played a glorious role in various competitive social-cultural arenas of the district.
- Every year on the occasion of World Children's Week Day, the children of this institution get 1st, 2nd and 3rd place in the drawing competition organized by Manikganj Shishu Academy.
- From 2012 to 2016, every Victory Day and Independence Day national event parade and display competition were participated with normal children and won first place in the display category every time.
- Khadija Hasan Katha, a student of this institution, won first place in National Children's Award Competition- 2016 in Palligiti Category, National Children's Award Competition- 2nd Place in Palligiti Category, Inter-Primary Music Competition- 2017 (Upazila Level) in Palligiti and Patriotic Category. He overcame his handicap to play the harmonium by himself.
- 5 students of the institution have become financially self-reliant by working in different places.
- Bhuyshi has won accolades by participating in the music program of the "Liberation War Vijay Mela" organized every year on the occasion of Victory Day in Manikganj. Every year, Sir Dinesh Chandra Sen is invited to participate in the cultural program of Sir Foundation's anniversary function.
- Department of Sports Bangladesh, organized the "National Football Player Selection Program - 2015" at the inaugural event in Dhaka to display the display. The State Minister for Sports was present as the chief guest in the event.
- Afsana Akhter participated in National Special Olympics Competition, Bangladesh, organized in 2015, Silver medal in shot put, Jihadul Islam Shahjahan won bronze medal in long jump.
- Students are taught to make shopping bags as a handicraft. Shopping made by students is sold in different shops of Manikganj. The proceeds from the sale are used to help students achieve financial independence and development.
- A child is 90% used to normal life. Studying in primary school.
- Every child here has seen a drastic change in behavior. 90% of their behavioral problems are gone. 60% of children have language development.
1. এ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর মাতৃসুলভ মমতায় এখানে অধ্যয়নরত মস্তিস্কের বিকাশজনিত সমস্যাগ্রস্থ শিশুরা ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রতিযোগীতামূলক সামাজিক—সাংস্কৃতিক অঙ্গনে গৌরবময় ভুমিকা রেখেছে।
2. প্রতি বছর বিশ্ব শিশু সপ্তাহ দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ শিশু একাডেমী কতৃক আয়েজিত চিত্রাংকন প্রতিযোগীতায় এ প্রতিষ্ঠানের শিশুরা ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করে থাকে।
3. ২০১২ হতে ২০১৬ সাল পর্যন্ত প্রতিটি বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় অনুষ্ঠান কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) প্রতিযোগিতায় স্বাভাবিক শিশুদের সাথে অংশগ্রহণ করে শারীরিক কসরত (ডিসপ্লে) বিভাগে প্রতিবারই প্রথম স্থান অর্জন করে।
4. এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী খাদিজা হাসান কথা, জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা— ২০১৬ সালে পল্লিগীতি বিভাগে প্রথম স্থান, জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা— ২০১৭ সালে পল্লিগীতি বিভাগে দ্বিতীয় স্থান,আন্তঃপ্রাথমিক সংগীত প্রতিযোগীতা — ২০১৭ সালে (উপজেলা পর্যায়) পল্লিগীতি ও দেশাত্মবোধক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে। সে তার প্রতিবন্ধকতা কাটিয়ে নিজেই হারমোনিয়াম বাজাতে সক্ষমতা অর্জন করেছে।
5. উক্ত প্রতিষ্ঠানের ৫জন শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে।
6. প্রতিবছর মানিকগঞ্জ —এ বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত “মুক্তিযুদ্ধের বিজয়মেলা”র সাং¯ৃ‹তিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভূয়ষী প্রশংসা অর্জন করেছে। প্রতি বছর স্যার দীনেশ চন্দ্র সেন স্যার ফাউন্ডেশন —এর বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে।
7. ক্রীড়া পরিদপ্তর বাংলাদেশ, আয়োজিত “জাতীয় পযার্য়ে ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রমে—২০১৫” উদ্ভোধনী অনুষ্ঠানে ঢাকায় গিয়ে ডিসপ্লে প্রদর্শন করে। উক্ত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
8. স্পেশাল অলিম্পিক, বাংলাদেশ, আয়েজিত জাতীয় স্পেশাল অলিম্পিক প্রতিযোগীতা —২০১৫ এ অংশ নিয়ে আফসানা আক্তার, বল নিক্ষেপে সিলভার মেডেল, জিহাদুল ইসলাম শাহজাহান লং জাম্পে ব্রোঞ্চ মেডেল অর্জন করে।
9. শিক্ষার্থীদের হাতের কাজ হিসাবে সপিং ব্যাগ বানানো শেখানো হয়। শিক্ষার্থীদের তৈরি সপিং মানিকগঞ্জের বিভিন্ন দোকানে বিক্রয় করা হয় । বিক্রয়লব্ধ অর্থ শিক্ষার্থীদের আর্থিক সাবলম্বীতা অর্জন ও উন্নয়নমুলক কাজে ব্যয় করা হয়।
10. একজন শিশু ৯০% স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে গেছে। প্রাইমারি স্কুলে পড়াশুনা করছে।
11. এখানকার প্রতিটি শিশুর আচরণে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তাদের আচরণগত সমস্যার ৯০% সমস্যা দুর হয়ে গেছে। ৬০% শিশুর ভাষার বিকাশ ঘটেছে।
( বর্তমান সংকট )
Present Barriers
This organization needs more improvement and development for giving proper care and service to the special children. There are many helpless children who are needs rehabilitation. Particularly, the children aged above 15 years need 24 hours scheduled care. Many parents already contacted us to keep their children in our rehabilitation home from different places of our country. It is now the time demands to start the hostel facility as early as possible. This organization needs more trained teachers, training facilities, handicraft training opportunity, full time occupational therapist. Because of the lacking of adequate funds these necessities cannot be fulfilled completely. It is not possible to run this organization on the basis of donation. So, by producing handicrafts item, establishing bakery, Super shop etc. we can ensure permanent income and employment for the helpless children and women. But in that case, there would be needed more funds.
সঠিক পরিচর্যা ও সেবা দেওয়ার জন্য এই সংস্থার আরও উন্নতি ও উন্নয়ন প্রয়োজন বিশেষ শিশুদের কাছে। অনেক অসহায় শিশু আছে যাদের পুনর্বাসন প্রয়োজন। বিশেষ করে, 15 বছরের বেশি বয়সী শিশুদের 24 ঘন্টা নির্ধারিত যত্ন প্রয়োজন। অনেক অভিভাবক ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তাদের সন্তানদের আমাদের পুনর্বাসন হোমে রাখার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের দেশ. যত তাড়াতাড়ি সম্ভব হোস্টেল চালু করা এখন সময়ের দাবি। এই সংস্থার আরও প্রশিক্ষিত শিক্ষক, প্রশিক্ষণ সুবিধা, হস্তশিল্প প্রশিক্ষণ প্রয়োজন সুযোগ, পূর্ণকালীন পেশাগত থেরাপিস্ট। কারণ পর্যাপ্ত অর্থের অভাব এসব প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে পূরণ করা যাবে না। অনুদানের ভিত্তিতে এ সংগঠন চালানো সম্ভব নয়। তাই হস্তশিল্প উৎপাদন করে আইটেম, বেকারি, সুপার শপ ইত্যাদি স্থাপন করে আমরা স্থায়ী আয় ও কর্মসংস্থান নিশ্চিত করতে পারি অসহায় শিশু ও নারীদের জন্য। তবে সেক্ষেত্রে আরও তহবিলের প্রয়োজন হবে।